ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথমবারের আয়োজন। ব্যাপক সাড়া। সারা রাজ্য থেকে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। স্বাধীনতার ত্রিপুরায় এই প্রথম এ ধরনের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কর্মশালা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সাফল্যমন্ডিত করে তুলেছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সম্পূর্ণ সহযোগিতায়।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (টিএসজেসি) গত ৩৩ বছর ধরে রাজ্যে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের স্বার্থে কাজ করে চলেছে। টিএসজেসি আড়াই দশক আগেই ক্রীড়া সাংবাদিকদের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) অনুমোদন নিয়ে কাজ করে চলেছে। আজ, বুধবার ২রা জুলাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতি বছরের মত এবারও এই দিবসটি টিএসজেসি সারা বিশ্বের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। প্রথমবারের মত রাজ্যে শুধুমাত্র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবিষয়ে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর সহযোগিতার হাত প্রসারিত করেছে। আগরতলা প্রেস ক্লাবে দুপুর ১টায় একদিনের এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডা. মানিক সাহা।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড: প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী।এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে কলকাতার বিশিষ্ট ও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক তথা কলকাতা টিভি’র জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য উনার দীর্ঘ আলোচনায় ক্রীড়া সাংবাদিকতার বিবর্তন নিয়ে আলোচনা করেন।
এই কর্মশালায় রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমার সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা অংশ নিয়েছেন। কর্মশালায় দর্শক আসনেরও ব্যবস্থা রাখা হয়েছিল। এখানে রাজ্যের প্রথম অর্জুন জিমন্যাস্ট মন্টু দেবনাথ থেকে শুরু করে ফুটবল ও ক্রিকেট জগতের দিকপাল ব্যক্তিত্ব প্রমুখও উপস্থিত ছিলেন।