আগরতলা: প্রতিবছরের মতো এবারো সাড়া জাগিয়ে শেষ হল রাজধানীর অরুন্ধতীনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। বিভিন্ন ইভেন্টে হয় ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন অরুন্ধতীনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুনাম রয়েছে সারা রাজ্যে। এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে। তাদের জন্য রাজ্যবাসী গর্বিত। তিনি আরো বলেন অভিভাবকদের উচিত ছেলে-মেয়েদের খেলাধুলার সাথে যুক্ত করা। তাহলে ছেলে-মেয়েদের শারীরিক দক্ষতা, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এদিন ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছেলে- মেয়েদের মধ্যে বেশ সাড়া পড়ে।