আগরতলা: সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে আই পি এফ টি মহিলা সংগঠনের রাজ্য সম্মেলনে। শনিবার আইপিএফটি দলের মহিলা সংগঠন ইন্ডিজেনিয়াস ওমেন ফ্রন্ট অফ ত্রিপুরার ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন হয় শনিবার।
রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেমকুমার রিয়াং, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা।মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জানান আইপিএফটি দলের মহিলা সংগঠনের ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এইদিন। এইদিনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সাল থেকে পথ চলা শুরু করে আইপিএফটি দল। প্রয়াত এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি দল প্রতিষ্ঠা হয়েছে। দলকে শক্তিশালী করার জন্য দলের মহিলা সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এইদিনের সম্মেলনে সমগ্র রাজ্য থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন যে কোন দলের জন্য মহিলা সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলন থেকে গঠিত হয় নতুন কমিটি।