আগরতলা:বাবার নয় দাদুর পরিচয় দেন প্রদ্যুৎ। কারণ তার বাবা ক্রেডিট বিক্রম ছিলেন কংগ্রেসের নেতা ও সাংসদ।বিজেপির আমলে বেশি সুযোগ পেয়ে বড় কথা বলেন প্রদ্যুৎ। অস্তিত্ব হারানোর ভয়েই প্রদ্যুতের ওয়ান নর্থ ইস্ট স্লোগান নতুন করে শুরু করেছে।

সোমবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এমডিসি তথা প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল চাকমা এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। রেবতী ত্রিপুরা আরো বলেন, কত ২৭ নভেম্বর তিপ্রা মথার যে সভা অনুষ্ঠিত হয়।

সেই সভার বক্তাদের কিছু বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রেবতী ত্রিপুরা। তিনি বলেন, সমাবেশে বড় আকারে ব্যানারে লেখা ছিল ওয়ান নর্থ ইস্ট। কিন্তু সারা শহর এবং সমাবেশে পতাকা ও বেশিরভাগ নেতৃত্ব ছিল তিপ্রা মথার। এছাড়া মেঘালয় ও নাগা ল্যান্ডের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সাধারণ উপস্থিত ছিলেন।

সমাবেশের ভক্তরা কি বার্তা দিয়েছেন বা দিতে চেয়েছেন সেটা একমাত্র তারাই বুঝবেন। পতাকা তিপ্রা মথার। আর বক্তৃতায় বলছেন ওয়ান নর্থ ইস্ট। এ বিষয়ে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি সবসময়ই বলে থাকে, আঞ্চলিক দল কখন স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যু নিয়ে সেন্টিমেন্ট কে কাজে লাগিয়ে দল গঠন করা হয়।সেই সমস্যা অথবা দাবিতে আন্দোলন করার পর দেখা যায় সেই দাবি পূরণ হচ্ছে না।তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতার অর্জনের পরে, যখন দেখা যায় স্বপ্ন পূরণ হচ্ছে না।

তখন আবার নতুন দল তৈরির প্রবণতা দেখা যায়।বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক দলগুলোর মধ্যেই তা দেখা যায়। হয়তো ২৭ নভেম্বর জমায়েত সেই রকমই একটা প্রচেষ্টা বলে মন্তব্য করেন রেবতী ত্রিপুরা। তিনি আরো বলেন ২০২১ সালে আইটিসিতে জয় লাভের পর সবাই তিপ্রা মথাকে চিনতে পেরেছে। তাদের তখন প্রধান শ্লোগান ছিল ত্রিপুরাসা ও থানসা। তিপাসার কল্যাণ ও সার্বিক বিকাশ ও উন্নয়নের জন্য তাদের এই দল। এই কথা বলে মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসে ছিল।

তিপ্রা মথা নেতৃত্ব তখন প্রতিশ্রুতি দিয়েছিল এডিসিতে ক্ষমতায় বসার পর একদিনের মধ্যে তিপসাদের তাদের জন্য বিল আনবে। এবং এক বছরের মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আদায় করে দেখাবে। আজকে এডিসির পাঁচ বছর ক্ষমতায় পেরিয়ে যাবার পথে। কিন্তু গ্রেটার ত্রিপ্রা ল্যান্ড শব্দ মথার ডিকশনারি থেকে মুছে গেছে। অথচ মাথার মূল দাবি ছিল গ্রেটার ত্রিপ্রা ল্যান্ড। ২০২৩ বিধানসভা নির্বাচনে গ্রেটার ত্রিপ্রা ল্যান্ড ও ত্রিপ্রারাশা স্লোগান নিয়ে তারা শুরু করেছিল। সেটাও ধরে রাখতে পারিনি। কারণ ২২ টি বিধানসভা আসনে বাঙ্গালী প্রার্থী দিয়েছিল মথা। তখন পরিষ্কার হয়ে গেল মথা ত্রিপ্রারাসা দের জন্য নয়।

অনেক সময় মথার নেতৃত্ব বাঙালি বিরোধী কথা বলে জনজাতি দের দলে টানার জন্য। আবার গ্রেটার টিপ্রা ল্যান্ডের দাবি তুলে ত্রিপাসাদের দলে টানার চেষ্টা করে মথা।কিন্তু এডিসি তে ক্ষমতায় আসার পর গ্রেটার ত্রিপ্রাল্যান্ড দাবী মথার ডিকশনারি থেকে মুছে দেওয়া হয়েছে।এই পরিস্থিতি তে ত্রিপ্রা মথা হৃদয়ের রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষমতা নেই।

মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে।তার জন্য এখন তারা নানা ধরনের বাহানা দেখানোর চেষ্টা করছে। এজন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *