আগরতলা: সাংগঠনিক ভাবে ভারতীয় জনতাপার্টির সংগঠনকে কুমারঘাট মহকুমার পাপিয়া ছড়া বিধানসভা কেন্দ্রে সুসংগঠিত করছে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস।পাবিয়াছড়া বিধান সভায় বিজেপির শক্তি আরও বৃদ্ধি।

মাছমারা কৃষ্ণটিলা এলাকায় কংগ্রেস দলে বড়সড় ভাঙন লক্ষ্য করা গেল। কংগ্রেস দল ত্যাগ করে ১২০ জন ভোটার আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। তাঁর হাত ধরে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন নতুন সদস্যরা।বিধায়ক ভগবান চন্দ্র দাস তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিজেপি পরিবারের সদস্য হিসেবে তাঁদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে উন্নয়নমূলক রাজনীতি, স্বচ্ছ শাসনব্যবস্থা ও জনকল্যাণমূলক কাজের প্রতি আস্থা রেখে তাঁরা বিজেপিতে যোগদান করেছেন বলে জানান নবাগত সদস্যরা। রাজ্যের এবং কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকারের বহুমুখী উন্নয়ন দেখে ত্রিপুরার বিরোধী দলগুলি থেকে অনেক নেতাকর্মী সমর্থক শাসক দল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে।

আগামী দিনেও রাজ্যের যে সমস্ত ভোটাররা রয়েছেন তারাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন বলে বিজেপি নেতৃত্বের দাবি। এ দিনের যোগদান সভা কে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কর্মী সমর্থক সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *