আগরতলা।।৭ দফা দাবিতে জনস্বার্থে সোচ্চার হলো আমরা বাঙালি। সোমবার দলের তরফে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।
কামালপুরের শান্তির বাজারে আক্রমণের ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা, যারা সাম্প্রদায়িক জিগির তুলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, নেশার কারবার বন্ধ করা ও মাদক পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করা,বেকারদের মর্মসংস্থান সহ আরো কিছু জনস্বার্থমূলক দাবি উত্থাপন করা হয়।
দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করে বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। পুলিশ, সরকারি আমলাদের যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?সাম্প্রদায়িকতার জিগির তোলা হচ্ছে। এডিসি এলাকায় বাঙালিদের অবস্থা করুন। নিরীহ মানুষ আইনের বলি হচ্ছে। তিনি আরো বলেন, লক্ষ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে না পেরে বৈধ গ্রাহকদের উপর বিদ্যুতের অতিরিক্ত বিল চাপানো হচ্ছে।
রাজ্য জুড়ে নেশার রমরমা চলছে। অথচ সরকার মুখে বলছে নেশামুক্ত ত্রিপুরা চাই। গৌরাঙ্গ বাবু দাবি জানান সরকার যেন সময় থাকতে ব্যবস্থা নেয়।
