আগরতলা : দেশীয় পণ্যের প্রতি আস্থা বৃদ্ধি এবং আমদানি-নির্ভরতার শেকল থেকে মুক্তির বার্তা নিয়ে শুক্রবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে “হর ঘর স্বদেশী অভিযান”-এর আয়োজন করে ৮ নং টাউন বড়দেওয়ালী মণ্ডল।
সদর শহর জেলা বিজেপির নেতৃত্ব এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণে এদিন বাজারজুড়ে চলে ব্যাপক প্রচার অভিযান। অভিযানে উপস্থিত ছিলেন সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি শ্যামল দে, মণ্ডলের অন্যান্য গণ্যমান্য নেতৃত্ব এবং কর্মীসমর্থকরা। বাজারের প্রতিটি দোকানে গিয়ে সংগঠনের পক্ষ থেকে দেওয়ালে, শাটারে এবং কাউন্টারে স্বদেশী প্রচারের স্টিকার লাগানো হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় দেশীয় পণ্য ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক বার্তা।নেতৃত্বের বক্তব্য ,“স্বদেশী আন্দোলন শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি জাতীয় আত্মনির্ভরতার প্রতীক। প্রত্যেকটি বাড়ি যদি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ায়, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।” বাজারের বহু ছোট ও মাঝারি ব্যবসায়ী এদিন স্বদেশী পণ্যের প্রচারে সংগঠনের এই প্রচেষ্টাকে স্বাগত জানান।
অনেকেই জানান, দেশীয় উৎপাদনের মান এখন আন্তর্জাতিক মানের সমতুল্য, তাই এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলবে। অভিযানের শেষে নেতৃত্বরা জানান, আগামী দিনেও বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় এই ধরনের স্বদেশী অভিযানের কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে প্রত্যেক মানুষের কাছে “হর ঘর স্বদেশী” বার্তা পৌঁছে যায়।
