আগরতলা : বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের অভূতপূর্ব জয়ের আনন্দে শনিবার ধলাই জেলা বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জমজমাট বিজয় সমাবেশ।

হালাহালি বাজারে আয়োজিত এই বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতৃত্ব, কর্মী-সমর্থকসহ বহু সাধারণ মানুষ। সমাবেশের শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা উল্লাসে মুখরিত করে তোলেন সমগ্র এলাকা। বিজয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী নীতি এবং মানুষের প্রতি দায়বদ্ধতার ফলেই বিহারে এনডিএ জোট অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

তিনি আরও বলেন, এই বিজয় শুধু বিহারের নয় — এটি সমগ্র দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতির প্রতি বিশ্বাসের প্রতিফলন। ত্রিপুরা সহ সারা দেশে বিজেপির সংগঠন আরও মজবুত, শক্তিশালী এবং সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। সমাবেশে জেলা নেতৃত্বরা জানান, বিহারের ফলাফল স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি দলীয় সংগঠনকেও আরও সক্রিয় ও মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজয় সমাবেশে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। হালাহালি বাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মীদের হাতে বিজয় পতাকা, স্লোগানে মুখরিত চারদিক — সব মিলিয়ে বিহারের বিজয় ঘিরে ধলাই জেলায় বিজেপি শিবিরে দেখা যায় আনন্দের জোয়ার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *