আগরতলা:বড়দোয়ালী মন্ডল এর নতুন কমিটি গঠন হওয়ার পর প্রথম বারের মত মন্ডল অফিসে রবিবার গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে,নতুন মণ্ডল অফিস তৈরি করার প্রয়োজনীয় তাকে সামনে রেখে নতুন মণ্ডল অফিস তৈরি করা হবে বলেও জানান।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আরো বলেন, ভারতীয় জনতা পার্টি হল কার্যকর্তাদের পার্টি। কার্যকর্তারাই হলো দলের মূল সম্পদ। এখানে কে মুখ্যমন্ত্রী আর কে সভাপতি তা কোন বড় বিষয় নয়।কার্যকর্তা দের সঙ্গে যত বেশি কথা বলা যায় তত বেশি সবকিছু বিষয়ে জানা যায়। মন্ডল সভাপতি ও জেলা সভাপতি দায়িত্ব নিয়ে কাজ করছেন। তার পরেও জনপ্রতি নিধি হিসেবে আমারও দায়িত্ব রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আগে তো মন্ডল অফিসেই ছিল না। আগামী দিন বড় দোয়ালী মন্ডল অফিসকে আরো সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যের সব মণ্ডল অফিস সুন্দর ভাবে গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রী বলেন আগের মণ্ডল সভাপতি ভালো কাজ করেছে।
বর্তমান মন্ডল সভাপতি ও দায়িত্ব নিয়ে বুথ স্তর পর্যন্ত কাজ করছেন। মুখ্যমন্ত্রী বলেন মন্ডল অফিসে সব সময় আসার ইচ্ছে হয়। কিন্তু সময়ের সমস্যার জন্য আসা হয় না। যানজট যাতে কম হয় তার জন্য রবিবার দিন মন্ডল অফিসে কার্যকর তাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। যাতে অন্যদের কোন অসুবিধা না হয়। এদিন মণ্ডল অফিসে মুখ্যমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে টাউন বড়দোয়ালি বিধান সভা কেন্দ্রের বুথ সভাপতি থেকে শুরু করে সমস্ত স্তরের কার্যকর তারা উপস্থিত ছিলেন।
এদিন প্রথমেই মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রী কে স্বাগত জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। মন্ডল অফিসে মুখ্যমন্ত্রী আসা উপলক্ষে কার্যকর তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
