বামুটিয়া।।মঙ্গলবার ৩ নং বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসের উদ্যোগে উনার নিজ বাসভবনে শারদীয়া দুর্গোৎসব ২০২৫ এর শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি ৩ নং বামুটিয়া মন্ডলের সমস্ত নেতা কর্মীদের নিয়ে।

এই সময় প্রদেশ সভাপতি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস,বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ,প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস,মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস,সহ সমস্ত শক্তি কেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি,পঞ্চায়েত প্রধান, উপ প্রধান,মেম্বার,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য সদস্যা,পঞ্চায়েত সমিতি,এবং মণ্ডলের সকল নেতৃত্ব সহ দলীয় নেতা কর্মীরা।

বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান এবং দলের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন পাশাপাশি বিজেপি ৩ নং বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস উনার বক্তব্যে বলেন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিতে থাকলেও ভোট দেননি কারণ তারা মানুষের মন জয় করতে পারেননি এই কারণে এই বিধানসভায় বিজেপির ভরাডুবি হয়েছে।

তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষের সাধারণ সমস্যার কথা শুনে সেগুলি সমাধান করার চেষ্টা করতে হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *