আগরতলা : প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বুধবার আগরতলার ক্যান্সার হাসপাতালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়।

আগামী ২৫শে ডিসেম্বর অটলজির জন্মদিনকে সামনে রেখে এই কর্মসূচিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস।

পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ দলীয় বিভিন্ন স্তরের কার্যকর্তারা। অনুষ্ঠানে বক্তারা অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং মানবিক নেতৃত্বের কথা স্মরণ করেন। অনুষ্ঠান সম্পর্কে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন এমন একজন নেতা যিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

তাঁর চিন্তাধারা ও আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতৃত্ব অটলজির আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *