কুমারঘাট।।ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে শুক্রবার মাছমারা বাজারে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত হতে শুরু করেন।
জনসভাস্থল জুড়ে ছিল বিজেপির পতাকা, ব্যানার ও কর্মীদের স্লোগানে মুখরিত পরিবেশ।এদিনের আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবিয়াছড়া মন্ডলের সভাপতি সহ একাধিক মন্ডল ও জেলা স্তরের নেতৃত্ববৃন্দ। জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে ভগবান দাস বলেন, “বিজেপি সরকার জনগণের উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আর বিরোধীরা শুধুমাত্র বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত।”তিনি বিরোধী কংগ্রেস ও সিপিআইএম-এর তীব্র সমালোচনা করে বলেন, “যারা বছরের পর বছর রাজ্যকে পিছিয়ে দিয়েছে, আজ তারাই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে চাইছে।”
পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিধায়ক সুদীপ রায় বর্মনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মন্তব্য করেন ভগবান দাস। তিনি বলেন, “যখন মানুষকে নিয়ে কাজ করার মানসিকতা হারিয়ে যায়, তখন রাজনীতি অর্থহীন হয়ে পড়ে।”এদিনের জনসভায় বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন।
বক্তৃতার ফাঁকে ফাঁকে দলীয় কর্মীদের উচ্ছ্বাস, এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।সবশেষে ভগবান দাস সকল কর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে “বিকাশের যাত্রায়” সামিল হয়ে আগামী দিনে আরও শক্তিশালী ত্রিপুরা গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ থাকার।