আগরতলা।।এডিসি নির্বাচনের আগে নিজেদের জমি শক্ত করে নিতে চাইছে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল ipft . দল চাইছে পাহাড়ে তাদের সংগঠন আরো মজবুত করতে। এক সময় যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা এখন ফিরে আসছেন।
বুধবার আগরতলা প্রেস ক্লাবে ipft এর এক যোগদান সভা হয়। সেখানে ৩৯ পরিবারের ১৫৬ জন ভোটার ipft তে নতুন করে যোগদান করেন। তাদের প্রত্যেকেই একসময় এই দলেই ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ipft এর শাখা সংগঠন uks এর প্রাক্তন সাধারণ সম্পাদক সুখরঞ্জন দেবর্মা, ytf এর ধলাই জেলার সাধারণ সম্পাদক দীপক দেববর্মা , বাধন দেববর্মা, দীনেশ মারাক সহ অন্যান্যরা।
তাদের বরন করে নেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া , সিন্ধু চরণ জমাতিয়া, স্বপন দেববর্মা , বিকাশ দেববর্মারা। যারা পুনরায় নতুন করে ipft তে যোগ দান করেছেন তারা এখন থেকে দলের সমস্ত কর্মসূচিতে অংশ নেবেন ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্যে কাজ করবেন বলে জানিয়েছেন।
এদিন দলের সাংগঠনিক বিষয় ও আগামী দিনের রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।