আগরতলা:সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সর্বভারতীয় ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সামাজিক ন্যায়ের প্রতীক বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরের জন্মদিন উদযাপিত হয়।
তারই অঙ্গ হিসেবে শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে সামাজিক ন্যায়ের অন্যতম লড়াকু নেতৃত্ব কর্পূরি ঠাকুর ঠাকুরের জন্মদিন পালন করে সদর জেলা কংগ্রেস। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের নেতৃত্ব বলেন,কর্পূরি ঠাকুর ছিলেন একজন সমাজতান্ত্রিক আইকন। তিনি সমাজের সর্বনিম্ন স্তরের মানুষের ক্ষমতায়নের পক্ষে ছিলেন এবং উপেক্ষিত সম্প্রদায় গুলিকে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন। তিনি এস সি, এস টি,মাইনো রিটি এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন এই সমস্ত সম্প্রদায়ের মানুষগুলিকে সামনের দিকে আনার জন্য লড়াই করে গেছেন। আজকের যে ভারত বর্ষের যে অবস্থা উনার যে কাজ তা এখনো প্রাসঙ্গিক। কারণ ভারতবর্ষকে আজকে জাতি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে। আবার হিন্দু ধর্মের মধ্যেও বিভাজন করা হচ্ছে।
এই অবস্থায় দাঁড়িয়ে কর্পূরি ঠাকুরের অবদান ও কর্মসূচি আজকের দিনেও আমাদের নতুন করে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। যাতে করে ভারত বর্ষের বর্তমান শাসক দলের ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আজকের দিনে কংগ্রেসের কর্মী সমর্থক গণ এই শপথ গ্রহণ করেছেন। এদিন রাজ্যের আটটি জেলায় জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গনে কর্পূরী ঠাকুরের জন্ম দিবস উদযাপন করা হয় বলে অতি নিয়ে জানালেন।
