আগরতলা।।সোমবার বিজেপি সদর শহর জেলার উদ্যোগে শহরে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মূলত রবিবার নিজের সামাজিক মাধ্যমে এসে কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় অপমানিত করেছেন সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এ কর্মসূচিতে বিজেপি সদর শহর জেলার জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়ক সুশান্ত দেব সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অসীম ভট্টাচার্য ।। পাশাপাশি শাহাজাহান ইসলামের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি।