আগরতলা ।। রবিবার সিপিআই ১১’তম সদর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় পার্টি রাজ্য দপ্তর জুনু দাস ভবনে। বেলা ১:৩০ রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে সম্মেলমের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্ত পতাকা উত্তোলন করেন বিদায়ী সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য। তারপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিপিআই সদর বিভাগীয় পরিষদের বিভাগীয় সম্পাদক তথা পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ধনমনী সিনহা, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা তুলসী দাস কপালি, সিপিআই নেতা অরুন সেনগুপ্ত, অমূল্য শর্মা, পারেন্দ্র দেব্বর্মা, বিভাস ভট্টাচার্যী, সুব্রত দেবনাথ, সিপিআই নেত্রী জয়া বিশ্বাস সহ সম্মেলনে উপস্থিত প্রতিনিধিগণ। তারপর জুনু দাস ভবনের সভা গৃহে কমরেড ধনমনী সিনহা এবং কমরেড তুলসী দাস কপালি কে নিয়ে সভাপতিমন্ডলী গঠন করে সম্মেলনের প্রতিনিধি অধিবেশন শুরু হয়। প্রথমেই শোক প্রস্তাব পাঠ করেন সিপিআই সদর বিভাগীয় পরিষদের কার্য্যকারী পরিষদের সদস্য বিক্রমজিৎ সেনগুপ্ত। শোক প্রস্তাব পাঠ শেষে প্রয়াত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর সম্মেলনে খসড়া রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব পাঠ করেন সিপিআই সদর বিভাগীয় পরিষদের বিদায়ী সম্পাদক মিলন বৈদ্য। তারপর প্রস্তাবিত প্রতিবেদনের উপর আলোচনা করেন ১১ জন প্রতিনিধি। সম্মেলন থেকে নতুন ১৫’জনের বিভাগীয় পরিষদ গঠন করা হয়। ২ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য এবং একজন উপদেষ্টা নতুন বিভাগীয় পরিষদে নির্বাচিত করা হয়।
সদর বিভাগীয় পরিষদের নতুন সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন কমরেড সুব্রত দেবনাথ এবং সহ-সম্পাদক নির্বাচিত হন বিক্রমজিৎ সেনগুপ্ত। সম্মেলন থেকে আগামী ১৩-১৪ জুলাই, ২০২৫ ২৩’তম রাজ্য সম্মেলনের জন্য ১৩’জন প্রতিনিধি এবং ২ জন দর্শক নির্বাচিত হয়েছেন।