আগরতলা: বিজেপি জোট সরকারের দুই বছর প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের দুই বছর। সাংবাদিক সম্মেলনে অভিযোগ বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর। দ্বিতীয় বিজেপি-আইপিএফটি– তিপ্রা মথা জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয় শনিবার। সরকারের দুই বছর পূর্তির দিনেই সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

এদিন বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে সাংবাদিক সম্মেলন করা হয় বাম পরিষদিয় দলের তরফে। সাংবাদিক সম্মেলন জিতেন বাবু অভিযোগ করেন, বিজেপি সরকার প্রতিশ্রুতি খেলাপ করেছে। তথ্য তুলে ধরে বিরোধী দলনেতা বলেন, বছরে ৫০ হাজার চাকরি দেওয়ার শব্দ তারা এখন উচ্ছারনই করে না। যা কিনা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার অভিযোগ কর্মচারীদের সপ্তম বেতন কমিশন, রেগার শ্রম দিবস বৃদ্ধির প্রতিশ্রুতি পালন করে বিজেপি সরকার।

সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা মন্তব্য করেন, ডাঃ মানিক সাহার নেতৃত্বে বিজেপি জোট সরকারের দুই বছরে দুর্নীতির মহাকুম্ভ মাথা তুলে দাঁড়িয়েছে। বিরোধী দলনেতা এদিন বিজেপির পাশাপাশি তিপ্রা ম্থার সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপির সঙ্গে ভালো কাজের কোন প্রতিযোগিতা নেই মথা পরিচালিত এ ডি সি প্রশাসনের। কিন্তু দুর্নীতিতে মিল আছে।

জিতেন বাবু অভিযোগ করেন বিজেপির ৭ বছরে রাজ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটা প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। রাজ্যে নতুন স্কুল তৈরি হয় না কিন্তু নেশা মুক্তি কেন্দ্রের নামে প্রতিদিন ভূমি পূজন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *