আগরতলা: সংসদে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এই বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী জনবিরোধী বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এই বাজেটের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে সিপিএম। তিনি বলেন, এই বাজেট মোদী সরকারের আগের বাজেট গুলির তুলনায় ভিন্ন হবে এটা প্রত্যাশা নিশ্চয় ছিল না।
বাজেট নিয়ে নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুক এটা আরও একটা তেঁতো বাজেট হবে জনতার জন্য। জিতেন বাবু আরও বলেন, এই বাজেট দেশের আমজনতা, সংখ্যাগরিষ্ঠদের উপরে বিভিন্ন ভাবে বাড়তি চাপ ফেলবে। বেসরকারি করণের উপরে যতটুকু লাগাম ছিল সেখানেও নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রের এই বাজেট দেশের আমজনতা, গরীব, বেকার কৃষক সহ সব অংশের মানুষের উপর বাড়তি চাপ বাড়াবে। সিপিএম রাজ্য সম্পাদক মন্তব্য করেন, দেশের গরীব মানুষের রক্ত চুষে বড়লোকদের স্বার্থ সুরক্ষিতক্রার জন্যই এই বাজেট।
তিনি আহ্বান জানান দলের সমস্ত ইউনিটকে এই জন বিরোধী বাজেটের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য। নির্মলা সীতারমণের বাজেটের তীব্র বিরোধিতা করেন তিনি।