আগরতলা: ২০২৫ সালের নির্বাচনে দিল্লি জয় করল বিজেপি। আপ এর ঝাড়ু ঝড় থেমে গেল পদ্মপাঁকে পড়ে। রাজধানীতে ২৭ বছর পর ফের পদ্ম ফুটেছে। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সম্মুখীন হয়ে হেরে গিয়েছেন।
অপরদিকে কংগ্রেস এবারও প্রায় ‘অপ্রাসঙ্গিক’ দিল্লিতে। বিজেপি এই নির্বাচনে ৪৮টি আসনে জিতেছে, আপ জিতেছে ২২টিতে। মোদী জানিয়েছেন, বিজেপিকে দিল্লির সেবা করতে দেওয়ার জন্য, দিল্লিকে বিকশিত ভারতের বিকশিত রাজধানী বানানোর জন্য মানুষের কাছে আবেদন রেখেছিলেন।
তাতে সাড়া দিয়েছেন মানুষ। দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী বললেন, ‘মোদীর গ্যারান্টিতে ভরসা রাখার জন্যে দিল্লিবাসীকে ধন্যবাদ। আপদ (আম আদমি পার্টিকে এই নামেই প্রচারের সময় ডেকেছে বিজেপি) সরানোর জন্যে আপনাদের ধন্যবাদ।
ছবি সংগৃহীত