আগরতলা: নতুন নতুন রাজ্য হলে সমস্যা কোথায়? নতুন নতুন রাজ্য হলে সকলে সকলে স্বাধীনতা পাবে। দেশের অর্থনীতি শক্তিশালী হবে।মঙ্গলবার একথা বললেন আই পি এফটির নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

তিনি আরও বলেন দলের একমাত্র দাবি এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন। তার প্রশ্ন আই পি এফ টির এই দাবিকে নিয়ে বিরোধীদের মাথা ব্যথা কেন? ভারতবর্ষে ৪০ টি রাজ্য হলে ক্ষতি কিসের?ছোট পরিবার সুখি পরিবার বলা হয়ে থাকে। মঙ্গলবার আইপিএফটি-র ১৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতিভবনে দিনটি পালন করা হয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সভাপতি প্রেম কুমার রিয়াং।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন এদিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *