আগরতলা: ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ ২২ দফা দাবিতে গণ অবস্থান সংগঠিত করে দাবি আদায়ে এবার আন্দইলনেই নামতে চলেছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। বিভিন্ন দাবিতে রাজধানীতে গণ অবস্থান সংগঠিত করবে সংগঠন। সোমবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান নেতৃত্ব।

বেকারদের চাকুরি প্রদান করা, অন্যথায় বেকারদের ভাতা প্রদান করা, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণ করা, জাতিভিত্তিক লোক গণনা করা, সামাজিক ভাতা বৃদ্ধি করে ছয় হাজার টাকা নির্ধারিত করা সহ ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ-এর পক্ষ থেকে এই কর্মসূচী।

রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় হবে এই গণঅবস্থান। সোমবার ধলেশ্বরস্থিত ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সংগঠনের সভাপতি সুব্রত ভৌমিক।

তিনি বলেন, দেশে এবং রাজ্যে কৃষক ও শ্রমজীবী অংশের মানুষের রোজগার নেই। ২০ ফেব্রুয়ারি হবে এই গণ অবস্থান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *