আগরতলা: কেন্দ্রীয় বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে রাজধানীর প্যারাডাইস চৌমুনিতে রবিবার জনসভা করা হয়। জন সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কমিউনিস্টদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন পূর্বতন সরকারের সময় বহু বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।

পূর্বতন শাসক দল মানুষকে হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে। যারা এই সকল কাজের সাথে যুক্ত ছিল, বর্তমানে তারা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা বিজেপির সংগঠনের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে হবে। আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। বিজেপি রাজ্যের উন্নত করতে চায়।

মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা।সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটে সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি বলেন যাদের আয় বছরে ১২ লক্ষ টাকা। তাদেরকে আয় কর দিতে হবে না।

তিনি এইদিন কমিউনিস্ট নেতাদের কটাক্ষ করে বলেন তারা কেন্দ্রীয় বাজেট ও রাজ্যের বাজেট বুঝে না। তারা রাস্তায় দাড়িয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *