আগরতলা: সোমবার বিহারের ভাগলপুরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে নিয়ে কৃষকদের ১৯-তম কিস্তির টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী তাঁর বিশেষ বিমানে পূর্ণিয়া পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে ৯০ কিমি দূরের ভাগলপুর যান।
সেখানে মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক দলনেতা জেডিইউয়ের নীতীশ কুমার তাঁকে স্বাগত জানান। মূল মঞ্চ থেকে হেলিপ্যাডটি ছিল কয়েকশো মিটার দূরে। খোলা গাড়িতে দাঁড়িয়ে মোদী ও নীতীশ কার্যত রোড শোয়ের ধাঁচে অনুষ্ঠান মঞ্চে আসেন।
সেখানে প্রধানমন্ত্রীকে মাখানা দিয়ে তৈরি বিশাল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।মঞ্চে এসে মোদী বোতাম টিপে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯-তম যোজনার টাকা দেন। এছাড়াও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। মোদীর এদিনের বিহার সফর ছিল কার্যত রাজ্য বিধানসভা ভোটের আগে এনডিএ-র শক্তি প্রদর্শন ও মহড়া। প্রায় দুদশক ধরে এনডিএ পাটলিপুত্রের সিংহাসনে রয়েছে। এবারের ভোটে জিতলে নীতীশ কুমার পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
২০০৫ সাল থেকে বিজেপির হাত ধরে এই রাজ্য ক্ষমতায় রয়েছেন নীতীশ। এর মধ্যে অবশ্য বার দুয়েক আরজেডি-র সঙ্গে ভোলবদলু হয়েও মুখ্যমন্ত্রী পদে থেকে গিয়েছেন।