আগরতলা : শিশুদের মানসিক ও সার্বিক বিকাশের লক্ষ্যকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত শিশুমেলা ও রক্তদান উৎসব।

এবছর ১৭তম বছরে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী সামাজিক সংস্থার মহতী উদ্যোগ, যা প্রতি বছরই সমাজে মানবিকতা ও সৃজনশীলতার বার্তা বহন করে চলেছে। এবছর শিশুমেলার পাশাপাশি রক্তদান উৎসব আয়োজন করা হচ্ছে, যা এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আগামী ১১ জানুয়ারি শিশুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রাম প্রসাদ পাল।

পরদিন ১২ জানুয়ারি যুব উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রবিবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান সংস্থার সম্পাদক দেবদাস বক্সী। তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও মানসিক বিকাশের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সর্বস্তরের মানুষকে এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কিশোর মজুমদার, শিশুমেলা কমিটির কনভেনার কমল ভট্টাচার্য, সহ-সভাপতি রাহুল দেবসহ অন্যান্য সদস্যরা।

এদিকে শিশুমেলাকে কেন্দ্র করে রবিবার দিনভর ক ও খ বিভাগের ছেলেমেয়েদের মধ্যে দৌড়, লং জাম্প ও ‘হিট দ্য উইকেট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, এবছরের শিশুমেলা ও রক্তদান উৎসব সমাজে সচেতনতা, মানবিকতা ও শিশুদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *