আগরতলা: শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের জন্মতিথি উপলক্ষে শ্রীরাম নিবাস আশ্রমের ৭৬তম বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে। দক্ষিণ বাধারঘাট রামঠাকুর পাড়া চারিপাড়াস্থিত রাম নিবাস আশ্রমের ৭৬ তম বাৎসরিক উৎসব উপলক্ষে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির চেয়ারম্যান উত্তম দেব এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন আগামী ২৪ শে জানুয়ারি এ উৎসবকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা সহ ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ২৫ শে জানুয়ারি গঙ্গা আনয়ন অধিবাস ও মঙ্গলঘাট প্রতিষ্ঠা তৎসঙ্গে সত্যনারায়ণ সেবা পূজা উপসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার ও আয়োজন করা হবে।
এছাড়া ২৬ শে জানুয়ারি ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিণাম যজ্ঞ শুভারম্ভ হবে । ২৮ জানুয়ারি মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা ও প্রসাদ বিতরণ করা হবে। ২৯ শে জানুয়ারি নগর পরিক্রমার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
