আগরতলা: ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ আগরতলা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ১৫,০০০ সুগন্ধি লেবুর একটি কনসাইনমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। এই উদ্যোগ রাজ্যের জৈব কৃষি ও কৃষক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

পরে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী জানান, এর আগেও ত্রিপুরা থেকে সুগন্ধি লেবু রাজ্যের বাইরে পাঠানো হয়েছে। তবে আজ ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং বড়মুড়া অর্গানিক প্রোডিউস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে একসঙ্গে ১৫,০০০ সুগন্ধি লেবু কলকাতায় রপ্তানি করা হলো।মন্ত্রী জানান, খোয়াই জেলার দক্ষিণ হাদ্রাই ও হাওয়াইবাড়ি এলাকার প্রায় ৮০ জন কৃষক প্রায় ১০০ হেক্টর জমিতে এই সুগন্ধি লেবুর চাষ করেছেন।তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্বে আয়োজিত ‘প্রবাসী ত্রিপুরা’ কর্মসূচি থেকেই এই উদ্যোগের সূচনা।

আগরতলার বাসিন্দা সৌরভ গুপ্তা এই রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কৃষকরাই আমাদের অন্নদাতা, তাঁরা ঈশ্বরতুল্য। দেশের মূল ভিত্তি হলো কৃষি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, ভারতের ভিত্তি কৃষি, আর এই ভিত্তিকে শক্তিশালী করতে হবে। কৃষিই আমাদের প্রথম অগ্রাধিকার, এরপর পর্যটনসহ অন্যান্য ক্ষেত্র।তিনি আরও জানান, খুব শীঘ্রই আরও ১৫,০০০ সুগন্ধি লেবুর একটি নতুন কনসাইনমেন্ট রাজ্যের বাইরে পাঠানো হবে।অর্গানিক চাষ প্রসঙ্গে মন্ত্রী বলেন ২০১৮ সালের আগে ত্রিপুরায় মাত্র ২,০০০ হেক্টর জমিতে অর্গানিক চাষ হতো।

বর্তমানে সেই পরিমাণ বেড়ে ২০,০০০ হেক্টর ছাড়িয়েছে। আমাদের মূল লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। সরকার ফার্মার প্রোডিউসার কোম্পানি (FPC)-এর মাধ্যমে কৃষকদের বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচেতক এবং বিধায়িকা কল্যাণী সাহা রায়, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *