আগরতলা : রাজ্য জুড়ে কনকনে শীতের দাপটের মধ্যে মুখ্যমন্ত্রীর স্কুল ছুটির ঘোষণাকে কার্যত উপেক্ষা করার অভিযোগ উঠল আগরতলার যোগেন্দ্রনগর এলাকার বনবীথি বিদ্যানিকেতন কর্তৃপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল থেকেই শীত উপেক্ষা করে বিদ্যালয়ে উপস্থিত ছিল ছোট ছোট পড়ুয়ারা, যা নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে।উল্লেখ্য, ক্রমবর্ধমান শীতের প্রকোপের কারণে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের স্কুলগুলিতে ছুটির ঘোষণা করেন, মূলত শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু সেই সরকারি নির্দেশ মানা হয়নি যোগেন্দ্রনগর বনবীথি বিদ্যানিকেতন কর্তৃপক্ষের তরফে—এমনই অভিযোগ স্থানীয় অভিভাবকদের। সকালের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যেও ইউনিফর্ম পরিহিত কচিকাঁচাদের স্কুলে যেতে দেখে অনেক অভিভাবকই প্রশ্ন তুলেছেন—সরকারি নির্দেশ অমান্য করে কার স্বার্থে এই ঝুঁকি নেওয়া হচ্ছে? শিশুদের স্বাস্থ্যের দায়িত্ব কে নেবে? এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
অভিভাবকদের দাবি, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। শিক্ষা ও শিশুসুরক্ষার প্রশ্নে প্রশাসনের স্পষ্ট অবস্থান ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন অভিভাবকরা।
