আগরতলা : রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর–০১-এর কাছে পে অ্যান্ড ইউজ টয়লেট সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে জিআরপি পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ কথিত নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে।
আটক দুই ব্যক্তির পরিচয় বিপ্লব দেববর্মা (৩৭), পিতা রাজকুমার দেববর্মা, বাড়ি দাও দারানি পাড়া (সিমনা), থানা সিধাই, পশ্চিম জেলা, ত্রিপুরা এবং সুমঙ্গল মজুমদার (৩৪), পিতা ননীগোপাল মজুমদার, বাড়ি খ্রিং খ্রিং, ডাকঘর আজারবাড়ি, থানা কাকি, জেলা নগাঁও, রাজ্য আসাম। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের প্রত্যেকের পিঠের ব্যাগ তল্লাশি করে মোট ২৪.৬৮৫ কেজি কথিত নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।
কালোবাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তদের আটক করা হয়। এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় মামলা নং–২০২৬জিআরপি০০২ রুজু করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইন–১৯৮৫ অনুযায়ী ২০(বি)(২)(সি)/২৯ ধারায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে স্টেশন এলাকায় মাদক পাচার রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
