আগরতলা : কিছুদিন আগে উত্তরাখণ্ডের দেরাদুন জেলার মাছমারা এলাকায় দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে নিহত হন ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমা। এই নৃশংস হত্যাকাণ্ডে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও শোকের আবহ তৈরি হয়।
সোমবার নিহত অ্যাঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস।
এদিন বিধায়ক ভগবান দাস পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যা ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে—এই বিশ্বাস তিনি পরিবারবর্গকে জানান। বিধায়ক ভগবান দাস বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাঁদের সঙ্গে সমন্বয় রেখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। উত্তরাখণ্ড সরকার এই ঘটনার তদন্তে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
অ্যাঞ্জেল চাকমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিধায়ক ভগবান দাস বলেন, এই অপূরণীয় ক্ষতি কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে রাজ্য সরকার ও দলীয় স্তর থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং ন্যায়বিচার পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভিনরাজ্যে কর্মরত ত্রিপুরার যুবকদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে রোধ করতে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে আরও সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
