আগরতলা : চুরি হয়ে যাওয়া এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ১০টি মোটরবাইক উদ্ধার করে উল্লেখযোগ্য সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। বুধবার এই সাফল্যের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, সম্প্রতি আগরতলা শহর ও সংলগ্ন এলাকায় বাইক চুরি এবং নিখোঁজ সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ একটি বিশেষ তদন্ত প্রক্রিয়া শুরু করে। ধারাবাহিক অভিযান ও তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয় মোট ১০টি মোটরবাইক। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাইকগুলোর মধ্যে বেশ কয়েকটি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল এবং কিছু বাইক চুরির ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত।
উদ্ধার হওয়া যানবাহনগুলোর মালিকদের শনাক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সুপার নমিত পাঠক জানান, “শহরে যানবাহন চুরি রুখতে পুলিশ সর্বদা তৎপর। প্রযুক্তিনির্ভর তদন্ত, গোপন সূত্র এবং মাঠপর্যায়ের সক্রিয় অভিযানের মাধ্যমেই এই সাফল্য সম্ভব হয়েছে।
ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”তিনি আরও জানান, বাইক চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে। পাশাপাশি সাধারণ নাগরিকদের উদ্দেশে পুলিশ সুপার সতর্কবার্তা দিয়ে বলেন, যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে আরও সচেতন হতে এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে। পশ্চিম থানার পুলিশের এই সাফল্যে শহরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
ক্রমবর্ধমান যানবাহন চুরির ঘটনায় যেখানে উদ্বেগ বাড়ছিল, সেখানে পুলিশের এই তৎপরতা নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন নাগরিকরা।
