আগরতলা: আইনের পেশা শুধু একটা পেশা নয়, এটা একটা গুরুত্বপূর্ণ মিশনও। রাজ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে সব জায়গায় আদালত গঠন করেছে ত্রিপুরা সরকার।
আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক লিগ্যাল সেল কনক্লেভের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরার জন্য এত বিদেশী আক্রমণের পরও আমাদের দেশ নিজের জায়গায় অটল রয়েছে। আগে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ। আর এখন ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিজ্ঞ আইনজীবী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য, রাম জেঠমালানি সহ আরো অনেকে। ভারতীয় রাজনীতিতে আইনজ্ঞদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কালো কোট বা গাউন আইনজীবীদের একটা অলঙ্কার। এটা আপনাদের জন্য একটা গর্বের বিষয়। বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনে সামনের সারিতে এগিয়ে আসতে হবে আইনজীবীদের। লিগ্যাল প্রফেশন (পেশা) শুধু একটা প্রফেশন নয়, এটা একটা মিশনও। এবিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের বোধগম্য হওয়া প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে সব জায়গায় আদালত গঠন করেছে ত্রিপুরা সরকার। মহকুমা পর্যন্ত মানুষের জন্য আদালত গড়ে তোলা হয়েছে। আগে আগরতলা কিংবা জেলা সদরে বিচারের জন্য যেতে হতো মানুষকে। সেই জায়গায় এখন মহকুমা পর্যন্ত সেই সুযোগ সম্প্রসারন করা হয়েছে। এতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। আইনজীবীদের পাশাপাশি তাদের সহায়কগণও সেখানে যুক্ত হচ্ছেন।
আইনজীবীদের কাছে প্রতিনিয়ত সমাজের বিভিন্ন পেশার মানুষ আসেন তাদের সমস্যা নিয়ে। যেমন গার্হস্থ্য সমস্যা, খুনের ঘটনা, জমিজমা নিয়ে সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে মানুষ তাদের কাছে যান। আর আইনজীবীদের জন্য নিজেদের আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আইন এবং রাজনীতি বরাবরই সম্পৃক্ত। বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, সমাজের সকল অংশের মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় আইনজীবীদের। আর এখন আমরা ভাগ্যবান যে এমন এক একজন যশস্বী প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী পেয়েছি। তাঁদের নির্দেশিত দিশায় আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আমরা এখন নির্ভরযোগ্য মানুষের হাতে রয়েছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে ক্রমশ শক্তিশালী করে তুলছেন। অথচ আগে শুধু দুর্নীতি আর কেলেঙ্কারি। এদিন এই কনক্লেভে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি আইনজীবী সুবল ভৌমিক, বিজেপি লিগ্যাল সেলের প্রভারী ডাঃ অশোক সিনহা, কনভেনর বিশ্বজিত দেব সহ লিগ্যাল সেলের অন্যান্য আইনজীবী সদস্যগণ।
