আগরতলা:রাজ্যের ব্যাপক পরিমাণে ঢুকছে বিভিন্ন রকমের নেশা দ্রব্য।আর ত্রিপুরা রাজ্য থেকে প্রায় প্রতিদিন অভিনব কায়দায় বাইরে পাচার হচ্ছে শুকনো গাঁজা।আমবাসায় গাজা বোঝাই গাড়ি আটক, চালক পলাতক। আমবাসা নাকা পয়েন্টে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে যাওয়ার সময় আমবাসা স্থিত বেত বাগান স্থিত ঢাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৯ প্যাকেটে প্রায় ১৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গাজার আনু মানিক কালো বাজারী মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তল্লাশির সময় পুলিশকে ফাঁকি দিয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখানে আসেন আমবাসা মহকুমা শাসক।

পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক জানান, পুলিশের কাছে আগেই খবর ছিল যে, আগরতলা থেকে টি আর জিরো ওয়ান এ পি ১৬৩১ নম্বরের একটি গাড়িতে শুকনো গাঁজা নিয়ে আমবাসা অভিমুখে আসছে। এই খবরের ভিত্তিতে পুলিশ বেত বাগান স্থিত নাকা পয়েন্টে অপেক্ষা করতে থাকে। সেই মোতাবেক গাড়িটি যখন নাকা পয়েন্টের কাছে আসে তখন গাড়িটিকে পুলিশ আটক করে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাড়িটিতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চলাকালীন সময়ে ৭৯ টি প্যাকেটে প্রায় ১৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

তিনি আরো জানান ,গাঁজার মালিক এবং গাড়ি চালককে আটক করার জন্য পুলিশ অভিযান জারি রেখেছে।তাদের আটক করতে পারলে এন ডি পি এস ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এই চালানের পেছনে বড় কোন নেটওয়ার্ক কাজ করছে কিনা সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ আধিকারিক জানিয়েছেন,নেশা পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন।গাঁজা পাচার রুখতে ভবিষ্যতেও এই ধরনের নজরদারি ও অভিযান আরো জোরদার করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *