আগরতলা।।ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞাভবনের ১নং হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে। এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল থিম হল ‘হিউম্যান রাইটস: আওয়ার এভ্রিডে এসেনসিয়েলস’।
ষ১০ ডিসেম্বর এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা এবং আইন দপ্তরের সচিব শঙ্করী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি অরিন্দম লোধ।
আজ শ্যামলীবাজারস্থিত ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব ধন বাবু রিয়াং সাংবাদিকদের এই সংবাদ জানান। তিনি এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবধিকার কমিশনে নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর পাল উপস্থিত ছিলেন।
