আগরতলা : ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শুক্রবার শহরের সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই উপস্থিত হন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লা চরন নৌয়াতিয়া। তিনিই সভার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
এদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমবায় সচিব, আইএএস তাপস রায়, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাসসহ অন্যান্য বিশিষ্ট সদস্য ও আধিকারিকরা। সভায় মূলত গত বছরের কাজের পর্যালোচনা, বিভিন্ন সমবায়ভিত্তিক প্রকল্পের অগ্রগতি, ভোক্তা পরিষেবার গুণগত মান বৃদ্ধির পরিকল্পনা এবং ভবিষ্যৎ কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, ফেডারেশনকে আরও স্বচ্ছ, গ্রাহক-বান্ধব এবং আধুনিক পদ্ধতিতে গড়ে তুলতে রাজ্য সরকার সবরকম সহায়তা করবে। মন্ত্রী শুক্লা চরন নৌয়াতিয়া তাঁর বক্তব্যে জানান—
“সমবায় কাঠামো ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ। তৃণমূল পর্যায়ে ভোক্তা পরিষেবা শক্তিশালী করতে সরকারের বিভিন্ন নীতি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। আগামী দিনে এই ফেডারেশন সাধারণ মানুষের কেনাকাটা ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে আরও বড় ভূমিকা নেবে।
এদিন উপস্থিত বক্তারা ফেডারেশনের আর্থিক প্রতিবেদন, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা স্বার্থ রক্ষায় গৃহীত পদক্ষেপগুলিরও মূল্যায়ন করেন। পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে ভোক্তা সহায়তা সম্প্রসারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ডিজিটাল পরিষেবা চালুর বিষয়েও বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা এই সাধারণ সভাকে যথেষ্ট ফলপ্রসূ বলে উল্লেখ করেন। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী অর্থবছরে একাধিক নতুন প্রকল্পের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
