আগরতলা:নারী ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি বীমা সখি যোজনা চালু করেছে এল আই সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুজনার সূচনা করেছিলেন। পাশাপাশি এল আই সি একাধিক প্ল্যান এনেছে। যার মতে ইনডেক্স প্লাস ২০ একটি স্বল্পমেয়াদি প্ল্যান রয়েছে।

এছাড়া ১০ শতাংশ গ্যারান্টেড প্ল্যান লঞ্চ করা হয়েছে। যা জীবনভর পাওয়ার সুযোগ রয়েছে। শূন্য থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত নাগরিকরা এই প্রেমে ইমাম কৃমি মাম প্রিমিয়াম ক্রয় করা যাবে। এই প্ল্যান গুলি সম্বন্ধে জনগণকে সচেতন করতে মঙ্গলবার এল আই সির কর্মীদের উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতা শোভা যাত্রার আয়োজন করা হয়।

এলআইসির সদর সাব ডিভিশনের যুগ্ম সম্পাদক শান্তনু পাল এই বিষয়ে সংবাদপত্র গুলো মুখোমুখি হয়ে জানিয়েছেন, সারাদেশের কেন্দ্রীয় এলআইসির অফিস সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চে এলআইসির লঞ্চ গুলি নিয়ে সচেতনতামূলক রেলি করার জন্য। তারই রঙ্গ হিসাবে মঙ্গলবার আগরতলা এলআইসি ব্রাঞ্চের উদ্যোগে এক সচেতনতা মূলক রেলি অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, বর্তমানে এলআইসি যে ধরনের প্ল্যান লঞ্চ করেছে তা ভারতবর্ষের নাগরিকদের জন্য তা সত্যিই প্রশংসনীয়।

প্ল্যান গুলির মধ্যে বিশেষ করে ইনডেক্স প্লাস ২০ , তাছাড়া জীবন উৎসব একটি প্ল্যান রয়েছে। যা ১০ শতাংশ গ্যারান্টি রয়েছে। শূন্য থেকে ৬৫ বছরের নাগরিকরা এই প্ল্যান গুলির সুযোগ নিতে পারবেন। তাছাড়া ভারত সরকার মহিলাদের জন্য বীমা সখি চালু করেছে। এই প্ল্যানের মাধ্যমে মহিলারা নিজেরা ঠিকভাবে সচ্ছল হবে। পাশাপাশি সমাজকে সুরক্ষিত করবে। এল আই সি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা।

এলআইসির অর্থ দেশের উন্নয়নে বিভিন্ন খাতে কাজে লাগানো হয়। এল আই সি ভারত সরকারকে আর্থিকভাবে আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *