আগরতলা:ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টির সরকার ২০১৮ সালে ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী প্রথম এবং বর্তমান মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। যেকোনো প্রকার মূল্যে ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করা হবে।

কিন্তু বর্তমানে প্রায় প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের মত নেশা দ্রব্য পাচার হচ্ছে এবং বিভিন্ন কায়দায় কেনা বেচার হাত বদল হচ্ছে। এমনই একটি উজ্জ্বল দৃষ্টান্ত শুক্রবার রাতে চার লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার।শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ, টিএসআর এবং গোয়েন্দা বিভাগের কর্মীদের সহযোগিতায় হরিহর দোলা পশ্চিম পাড়ায় রুবেল মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায়।

সেই তল্লাশি অভিযান চলাকালীন রুবেল মিয়ার ঘরের ভিতর এবং বাহির থেকে প্রায় ২৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ইয়াবা ট্যাবলেট সহ রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সে কোথা থেকে এই ইয়াবা ট্যাবলেট গুলি এনেছে। এবং সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ রিমান্ডে চেয়ে শনিবার অভিযুক্ত রুবেল মিয়াকে বিশালগড় আদালতে পেশ করা হয়।

সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জী।পাশাপাশি এই নেশা কার বারির সঙ্গে যুক্ত মূল পাচার চক্র এবং সরবরাহ কারীকে খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।তিনি আরো জানান আগামী দিনের মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।

সম্প্রতি মধুপুর থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাক নেশাজাত দ্রব্যের অবাধ পাচার বাণিজ্য এবং কেনা বেচা নিয়ে উদ্বিগ্ন সাধারণ জনগণ। তাদের পরিবারের ছেলেমেয়েদের নেশার কালো ছোবল থেকে রক্ষা করার জন্য সরকার এবং পুলিশ প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।

তার পাশাপাশি এলাকার লোকজনও প্রতিদিন প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে অভিযান জারি রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *