আগরতলা:ত্রিপুরা বার কাউন্সিলের উদ্যোগে শনিবার এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে।উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল শক্তি ময় চক্রবর্তী, সিনিয়র এডভোকেট পীযুষ কান্তি বিশ্বাস ,পিকে ধর,পিকে পাল,কেএন ভট্টাচার্যসহ অন্যান্যরা।

বার কাউন্সিল চেয়ারম্যান রতন দত্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত জানান, এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪২০ জন নতুন আইনজীবীকে সনদ দেওয়া হয়েছে। তারা আজ থেকে আদালতে প্রবেশ করে মামলা করার অনুমতি হয়ে গেল। বার কাউন্সিলের ইতিহাসে নজির বিহীন ঘটনা এত বড় সংখ্যা আর কোন সময় নতুন আইনজীবীদের এন রোলমেন্ট শংসাপত্র দেওয়া হয়নি।তিনি জানান, তার সময় কালে প্রায় এক হাজার নতুন আইন জীবীকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার জন্য তিনি খুশি।তিনি আশা প্রকাশ করেন আদালতে নতুন আইনজীবীরা ভালো ভাবে প্র্যাকটিস করবে।ভালো আইন জীবী হবে।

পাশাপাশি আইনজীবীদের প্রেশার মান মর্যাদা তারা রক্ষা করবে। তিনি ভগবানের নিকট প্রার্থনা করেন, তারা সুস্থ জীবন যাপন করুক। ভালো আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলুক। এবং সমাজে তাদের সুনাম ছড়িয়ে পড়ুক। অনুষ্ঠানে রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী বলেন, অনেক আগ্রহ নিয়ে এই নতুন ছেলেমেয়েরা আইন জীবী পেশায় এসেছে।তার জন্য অনেক আগ্রহ নিয়ে আমরা বসেছি। আজকে তোমাদের মত জিরো ড্রেসে একদিন আমাদেরও ছিল। সেটা হচ্ছে আমাদের অতীত।

তিনি বলেন, এই পেশায় আমরা অনেক বছর বার করে এসেছি। একদিন সেটা তোমরাও করবে। সেজন্য আমরা হলাম তোমাদের ভবিষ্যৎ। পাশাপাশি অতীত ভবিষ্যতের মেলবন্ধন আমরা অনুভব করছি। এই পেশা যারাই আসছো এটা কিন্তু সরকারি চাকুরী নয়। যে আজকে জয়েন করলাম পরের মাস থেকে ব্যাংকের স্যালারি ঢুকবে। এটা হচ্ছে ধৈর্য ও শেখার পেশা। সুতরাং যে যত ধৈর্য নিয়ে শিখতে পারবে। সে ততো এগিয়ে যেতে পারবে। তোমার জানার ধরন সেটা মানুষকে আকর্ষণ করার জন্য চুম্বকের মতো কাজ করবে। আর যদি কেউ মনে কর না শিখে এবং ফাঁকি দিয়ে রোজগার করব। তাহলে সে ভুল করবে। এডভোকেট জেনারেল আরো বলেন, আজ থেকে তোমরা আইনের শপথ নিয়ে যাচ্ছো তোমাদের মাথায় এটা রাখতে হবে।এই পেশার মাধ্যমে মানুষকে সৎভাবে সাহায্য করার মানসিকতা রাখতে হবে। ধৈর্য ধরতে হবে। তারপর ধৈর্যের ফল পাবে। আজকে যারা আমরা এখানে আছি। আমরাও জিরো থেকে শুরু করেছিলাম। আজকে তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত।

তোমরাও একদিন প্রতিষ্ঠিত হবে।তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন,ঈশ্বর যেন তোমাদের সবাইকে প্রতিষ্ঠাতা দেন। এদিনের অনুষ্ঠানকে ঘিরে নতুন আইন জীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা পরিলক্ষিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *