আগরতলা।।পরীক্ষায় পাশ করলেও জুটছে না শংসাপত্র। ২০২৪/২৫ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফল প্রকাশ করা হয়েছে।

প্রায় দুই হাজারের মতো বেকার যুবক-যুবতী এই টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অথচ তাদের এখন পর্যন্ত টি আর বি টি কতৃপক্ষ শংসাপত্র দিচ্ছে না। তাই অবিলম্বে শংসাপত্র প্রদানের দাবিতে সোমবার টি আর বিটি এর চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা।

তাদের দাবি সার্টিফিকেট প্রদানের পর শীঘ্রই যেন তাদের নিয়োগ করা হয়। তাদের অভিযোগ রাজ্যর স্কুল গুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে। এর ফলে পঠনপাঠন ব্যাহত হচ্ছে। গ্রাজুয়েট শিক্ষক পদে ২৭৮১টি ও আন্ডার গ্রাজুয়েট শিক্ষক পদে ১৪০৬টি শূন্যপদ রয়েছে। অথচ পাশ করেছে মাত্র ২০০০ পরীক্ষার্থী। তাই সরকার ইচ্ছা করলেই টেট উত্তীর্ণদের সবাইকে নিয়োগ করতে পারে বলে চাকরি প্রত্যাশীদের অভিমত।

উত্তীর্ণদের দাবি তাদের সবাইকে যেন একইসঙ্গে নিয়োগ করা হয়। তাতে বেকারদের মুখে হাসি ফুটবে স্কুলগুলিতেও শিক্ষার মান বাড়বে। রাজ্য সরকার এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *