আগরতলা।।উৎসবের মরশুম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। দীপাবলির পর এখন ভাইফোঁটা। শুধু বাঙালিদের মধ্যেই নয়, সারা দেশেই এই উৎসব পালিত হয়। তিথি অনুযায়ী বুধবার ভাই ফোঁটা।
বোনেরা ভাই এর মঙ্গল কামনায় ফোটা দেন। ভাইরাও বোনদের রক্ষা করার প্রতিশ্রুতিবধ্য হন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যম দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা,আমি দিই আমার ভাইকে ফোঁটা।যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল চিরজীবী,আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী। এই স্তুতির মধ্যে দিয়েই বোনেরা ভাইদের ফোটা দেন। ভাইফোঁটা ভাই-বোনের মধ্যেকার স্নেহ ও ভালোবাসার এক পবিত্র উৎসব। এই দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন ।
পরিবর্তে ভাইরা বোনেদের রক্ষা করার শপথ নেয় এবং উপহার দেয়। সুদীর্ঘ কাল ধরে এই উৎসব ঘরে ঘরে চলে আসছে। এদিন প্রায় প্রতি ঘরেই এই দৃশ্য দেখা যায়।
