আগরতলা।।সম্প্রতি সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসকে ঘিরে যে ধরনের বক্তব্য উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে সাফাই দিলেন খোদ মন্ত্রী সুধাংশু দাস।

বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।। প্রথমেই তিনি ” সোর্স ” সম্পর্কিত যে ধরনের বক্তব্য উঠে আসছে কিংবা বিরোধী দল গুলির তরফ থেকে যে ধরনের মন্তব্য মন্ত্রী সুধাংশু দাসকে ঘিরে করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বলেন বিগত দুমাস ধরে একটি ওয়েব পেজ থেকে একজন সাংবাদিক উনার ইন্টারভিউ নেওয়ার জন্য সময় চেয়ে আসছিল। যদিও বিভিন্ন ব্যস্ততার কারণে মন্ত্রী সুধাংশু দাস ইন্টারভিউ নেওয়ার জন্য সময় দিতে পারছিলেন না।

কিছুদিন আগে সেই ইন্টারভিউ নেয়ার জন্য সময় দিয়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস।। বিভিন্ন বিষয় নিয়ে সেই ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল মন্ত্রী সুধাংশু দাসের। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস অভিযোগ করেন ইন্টারভিউ শেষে যিনি ইন্টারভিউ নিতে এসেছিলেন উনি উনার সঙ্গে উনার স্বামী এবং সন্তানকে নিয়ে এসেছিলেন।। ইন্টারভিউ শেষ হওয়ার পর সাংবাদিক পরিচয় দেওয়া ঐ মহিলা মন্ত্রী সুধাংশু দাসকে বলেন তিনি তিনটি দপ্তরের মন্ত্রী। তিনটি দপ্তরের বিভিন্ন কর্মসূচি গুলি ওই ওয়েব পেজে উপস্থাপনা করা হবে। বদলে বছরে ৫ থেকে ৭ লক্ষ টাকা দাবি করেন ওই সাংবাদিক।

তখন মন্ত্রী বলেন এত টাকা সোর্স কোথায় ? গোপন ক্যামেরার মাধ্যমে মন্ত্রীর কথাগুলিকে বিকৃত করে সামাজিক মাধ্যমে আপলোড করা হয়। এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন পুরো বক্তব্যটা কে সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়নি। এভাবে একজন মন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে যার তীব্র প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যেভাবে মন্ত্রী সুধাংশু দাসের পরিবার কিংবা মা’কে নিয়ে যে ধরনের বক্তব্য রাখছেন সে ধরনের বক্তব্য উনাকে ভীষণভাবে মর্মাহত করছেন। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মন্ত্রী সুধাংশু দাস।

তিনি বলেন উনার ভাইকে ঘিরে যে ধরনের বক্তব্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বারবার করে আসছে তা আগামী ২৬ অক্টোবরের মধ্যে তথ্যসহ প্রমাণ করতে হবে। আর যদি তা তিনি করতে না পারেন তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাষায় বলেন। এছাড়াও বিগত দিনে বাম আমলের বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে সরব হন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর আয়ের উৎস নিয়েও প্রশ্ন দিলেন তিনি।

বিরোধী কংগ্রেস কিংবা সিপিএম যদি কোন ধরনের দুর্নীতি মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে প্রমাণ করতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও স্পষ্টভাষায় জানিয়েছেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *