আগরতলা।।মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি, পাবিয়াছড়া মন্ডলের অন্তর্গত পূর্ব কাঞ্চন বাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় এক উঠোন সভার আয়োজন করা হয়।
এদিনের আয়োজিত উঠান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। এছাড়াও এদিনের আয়োজিত অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতৃত্বরা এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস কংগ্রেসের ভারত জড়ো যাত্রা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।
তিনি আরো বলেন শ্যামাপ্রসাদ মুখার্জী যদি না থাকতেন তাহলে ত্রিপুরাও পাকিস্তানের অংশ হয়ে যেত। শ্যামাপ্রসাদ মুখার্জী না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গও পাকিস্তানের অংশ হয়ে যেত এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করেন তিনি।।