আগরতলা।।দীর্ঘ ১৭ বছর ধরে সনাতন সন্ত্রাস কিংবা গেরুয়া সন্ত্রাস বলে যে অভিযোগ ছিল তা এখন ধারাশাহী হলো।

গত দুই দিন আগে সেই অভিযোগের খন্ডন হয়েছে।মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাত অফিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত।

তিনি বলেন, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রে নাসিক জেলায় মালেগাঁও শহরে এক বিস্ফেরণে সাত জনের মৃত্যু হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, একটি মোটরসাইকেলে দুটি বোমা রাখা হয়েছিল। তাতেই বিস্ফোরণ ঘটে।

কিন্তু গত দুই দিন আগে মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ সাত অফিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। আদালতের রায়ে গোটা সনাতনী খুশি হয়েছেন।

তিনি আরও বলেন, ওই ঘটনায় প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিতকে নিশানা করা হয়েছিল। তদন্তে উঠে আসে যেই মোটরসাইকেলে বোমা রাখা ছিল, সেটি প্রজ্ঞার নামে নথিভুক্ত ছিল। অভিযোগ ছিল বিস্ফোরণের পরিকল্পনা প্রজ্ঞাই করেছিলেন। কিন্তু আদালত জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষায় বাইকটি যে প্রজ্ঞার তা প্রমাণিত হয়নি।

আদালতের এ-ও পর্যবেক্ষণ, প্রজ্ঞা বিস্ফোরণের ঘটনার দু’বছর আগেই সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। পাপিয়া অভিযোগ করে বলেন, বিগত দিনে কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্যই এই ষড়যন্ত্র করেছিল। সেইসঙ্গে দেশের বিচার ব্যবস্থার প্রতি গভীর আস্থা ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *