আগরতলা।।২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভিশন ডকুমেন্টের কথা তুলে এবার ময়দানে নামলো বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই ।
শুক্রবার মেলার মাঠ এলাকার ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের সাত বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর বিভিন্ন জায়গায় বলছেন সরকার ক্ষমতায় আসার পর প্রায় ১৯ হাজার বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করেছে । এই প্রসঙ্গে নবারুণ প্রশ্ন করেন, ২০১৮ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি দলের তরফে দাবি করা হয়েছিল তারা ক্ষমতায় এলে প্রতিবছর পঞ্চাশ হাজার কর্মসংস্থান এর ব্যবস্থা করবে ।
কিন্তু এখন সরকারের সাড়ে সাত বছর পূর্ণ হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজেই ১৯ হাজার চাকরি দেওয়া হয়েছে বলেজানিয়েছেন । এই প্রসঙ্গে নবারুণের প্রশ্ন মুখ্যমন্ত্রী কি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি ভুলে গিয়েছেন? তার কাছে কি তাদের প্রকাশিত ভিশন ডকুমেন্টের কপি নেই ? যদি না থাকে তাহলে তারা দায়িত্ব সহকারে তা মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেবেন বলে জানান ।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বার্থে তাদের আন্দোলন আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।