আগরতলা।।জাতীয় শিক্ষা নীতির ৫ বছর পূর্তিতে তা কতটা বাস্তবায়ন হয়েছে এর উপর এক সেমিনারের আয়োজন করা হয়।

শনিবার আগরতলায় মাতঙ্গিনী প্রীতিলতা হলে এই সেমিনারের আয়োজন করে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষিক মহাসংঘ এর ত্রিপুরা মহাবিদ্যালয় শাখা। উদ্বোধন করেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করেন। ২০২০ সালের ২৯ জুলাই জাতীয় শিক্ষানীতি প্রনয়ণ করা হয়েছিল। এর ৫ বছর পূর্তিতে কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়ে চর্চা করতে এই সেমিনারের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, জাতীয় শিক্ষা নীতিতে প্রাথমিক শিক্ষার লক্ষ সবাই যেন শিক্ষার আওতায় আসে। মাধ্যমিক শিক্ষাকে কর্মমুখী করা হয়েছে। আর উচ্চ শিক্ষাকে করা হয় জ্ঞানমুখী এর সঙ্গে রিসার্চকে যুক্ত করা হয়।

জনগণকে সুশিক্ষিত করে তোলাই হচ্ছে জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ স্তরের শিক্ষক শিক্ষিকারা আসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *