বিলোনিয়া।।

খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও ঘটে। তাই বর্তমান রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

আজ বিলোনিয়া বিদ্যাপীঠ ফুটবল মাঠে ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী বলেন, এই ধরণের খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় খেলোয়াড়রা তাঁদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। ফলে প্রতিভাবান খেলোয়াড়রা আগামীদিনে রাজ্যস্তরের এবং জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। রাজ্য সরকারও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারে।

তিনি বলেন, পরিকাঠামোগত উন্নয়নের ফলে খেলাধুলার পরিবেশ যেমন সৃষ্টি হয়েছে তেমনি স্থানীয় খেলোয়াড়রাও উৎসাহিত হচ্ছে। এলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এস্ট্রো টার্ফ ফুটবল মাঠ তৈরী করা হয়েছে। এছাড়া নেশার কবল থেকে যুব সমাজকে দূরে রাখতেও এই ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে ওরিয়েন্টাল ক্লাব এর পক্ষ থেকে বিলোনিয়া মহকুমা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। পরিবহণমন্ত্রী তাঁদের হাতে মানপত্র ও স্মারক উপহার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এর সদস্য দীপায়ন চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি ধ্রুব প্রসাদ মজুমদার, বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সচিব পার্থ চৌধুরী, ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান সায়ন্তন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সভাপতি শ্রীবাস সেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *