আগরতলা: দোল পূর্ণিমাকে সামনে রেখে রকমারি রঙের ছড়াছড়ি দোকানে দোকানে। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে লাল, নীল, কমলা, সাদা, সবুজসহ নানা রঙের আবির। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। প্রতিবছর ঘটা করে পালন করা হয়ে থাকে।

দেশের অন্য অঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও প্রতিবছর ব্যাপক সাড়ম্বরে এ উৎসবটি উদযাপিত হয়। ক্যালেন্ডার অনুসারে এবার দোল উৎসব এবছর ১৪ মার্চ। এর পরের দিন হোলি। বৃহস্পতিবার রাজ্যের বড় পাইকারি মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল বিক্রেতারা রকমারি আবির বিক্রিতে ব্যস্ত। ক্রেতারাও দোকানে দোকানে নিজেদের পছন্দসই রঙ সহ পিচকারী কিনতে ব্যস্ত।

রঙ সহ হোলির নানা সামগ্রী কিনতে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে খুচরো বিক্রেতা সহ ক্রেতারা ভিড় করেছেন। বিক্রেতারা জানান বিক্রি এবছর মোটামুটি ভালই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *