আগরতলা : মান্দাই বিধানসভার ৩৫ নম্বর বুথে রবিবার আয়োজিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার বিশেষ পর্ব। কর্মসূচিতে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বুথ প্রাঙ্গণ জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ আয়োজন, ব্যানার-পোস্টারে ছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার চিত্রায়ণ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, স্থানীয় নেতৃত্ব, মন্ডল ও শক্তিকেন্দ্র স্তরের কর্মীরা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান চলাকালীন জনতার সঙ্গে মিশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। মুখ্যমন্ত্রী ড. সাহা এদিন বলেন, “মন কি বাত শুধু একটি রেডিও প্রোগ্রাম নয়—এটি দেশের সাধারণ মানুষের মন ও মাটির সাথে যুক্ত থাকার মাধ্যম। প্রধানমন্ত্রী গ্রামাঞ্চল থেকে শহর, ছাত্র থেকে প্রবীণ—সবাইকে এই মঞ্চের মাধ্যমে জাতীয় উন্নয়নের মূল স্রোতে যুক্ত করছেন।

অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষত যুবসমাজ ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের উপস্থিতি চোখে পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেমন– আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি, উপজাতি কল্যাণ প্রকল্প—এইসবের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিজেপি জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা জানান, “মন কি বাত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুষ্ঠান। সাধারণ মানুষের অভিজ্ঞতা, সাফল্যগাঁথা ও সমস্যাগুলো প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে দেশবাসীর সামনে তুলে ধরেন।

একইসাথে তিনি জানান এদিন সাত পরিবারের ২৪ ভোটার সিপিআইএম ও তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় ছাত্রছাত্রীদের বক্তব্য এবং বুথভিত্তিক কর্মীদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এমন আরও কর্মসূচির মাধ্যমে মান্দাইয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *