আগরতলা । গোপন খবর ভিত্তিতে কুখ্যাত নেশা কারবারি রঞ্জন রায়কে নেশা সামগ্রী সহ গোয়ালা বস্তি থেকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। তার পাশাপাশি কুমারী টিলা থেকে চুরি যাওয়া বিল্ডিং নির্মাণ সামগ্রী সহ দুজন চোরকে আটক করে এনসিসি থানা পুলিশ।
এই বিষয়ে রবিবার বিস্তারিত জানাতে গিয়ে এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি প্রজিৎ মালাকার বলেন, গোপন খবরের ভিত্তিতে গোয়ালা বস্তি এলাকায় রঞ্জিত রায়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশার সামগ্রী আটক করতে সক্ষম হয় পুলিশ। তার পাশাপাশি রণজিৎ রায়কে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তার পাশাপাশি পূর্বের অভিযোগ মূলে দুজন চোরকে আটক করা হয়। বর্তমানে নেশা কারবারি সহ দুজন চোর পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।