আগরতলা:রাজধানীতে রাতের অন্ধকারে আগরতলা টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক সুমিত সিনহার উপর কতিপয় কিছু উশৃঙ্খল যুবক প্রাণঘাতী হামলা চালায়। ঘটনার পর পুলিশ চার অভিযুক্ত কে আটক করেছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।
রবিবার রাতে কর্নেল চৌমুহনী এলাকায় এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় চিত্র সাংবাদিক সুমিত সিনহা। সোমবার সকালে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক এবং চিত্র সাংবাদিক গণ পশ্চিম আগরতলা থানায় অতিরিক্ত এসপি ধ্রুব নাথ, সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এবং ওসি রানা চ্যাটার্জির নিকট অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
পরবর্তী সময়ে প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রবিবার রাত এগারোটা নাগাদ চিত্র সাংবাদিক সুমিত সিনহা বাড়িতে যাচ্ছিল। তখন কর্নেল চৌমুহনীতে একটি রেস্টুরেন্টের সামনে ত্রিপুরায় কতিপয় উশৃংখল যুবক অহেতুক ভাবে তাকে বেধড়ক মারধর করে। তার গলার স্বর্ণের চেইন নিয়ে যায়।এবং তাকে গুরুতরভাবে আঘাত করে। যার ফলে চিত্র সাংবাদিক সুমিত সিনহাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়।
তবে পুলিশ রাতেই চার জনকে গ্রেফতার করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান।পাশাপাশি তিনি বলেন,অভিযুক্ত রা কোন ভাবেই যেন জামিন না পায়। পাশাপাশি আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন সাংবাদিকরা তো রাতেই কাজ করে।
তারপর যদি অহেতুক সাংবাদিকদের উপর আক্রমণ সংঘটিত হয়। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে।তিনি পুলিশ প্রশাসনের নিকট এই বিষয়ে সম্পূর্ণ অবগত করেন।
