আগরতলা।।শনিবার রাজ্যে অনুষ্ঠিত হলো এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত। মূলত মীমাংসাযোগ্য মামলাগুলিই লোক আদালতে তোলা হয়। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এদিন অনুষ্ঠিত হয় লোক আদালত।

এদিন মোট ৩৯টি বেঞ্চে ৩১,৭৮৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে আদালতে জমে থাকা ২৪ হাজার ১৩টি মামলা এবং মামলা পূর্ব বিরোধ (Pre-litigation) সংক্রান্ত ৬,৭৭৬টি মামলা রয়েছে।
মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণসংক্রান্ত ২০৩টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ২৪৯টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত৫,৫৯৪টি মামলা,বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত ১,১৮২টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ২৩,৪৪২টি মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ৬৮টি মামলা, মানি স্যুট সংক্রান্ত মামলা ৮টি, দেওয়ানি মামলা (টিএসওএমএস মামলা) ৩৫টি, বন অধিকার আইনে একটি মামলা এবং চাকরি সংক্রান্ত বিষয় ৭টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।

আজকের এই লোক আদালতে রাজ্যে কর্মরত সাংবাদিকরা তাদের ট্রাফিক সংক্রান্ত মামলায় জরিমানা প্রদান করে। রাজ্যের সাংবাদিকদের লোক আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করার সুবিধা করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আদালতে কর্মরত বিচারকদের ধন্যবাদ প্রদান করেন প্রেস ক্লবের সভাপতি প্রণব সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *